দেশনিউজ

আমফানের পর এবার তান্ডব চালাতে এসেছে নিসর্গ, জারি হয়েছে লাল সতর্কতা

Advertisement

ভারতে একটার পর একটা বিপদ চলেই আসছে। করোনার আবহের মধ্যে ফের আবার ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। এই কদিন আগে বাংলায় তান্ডব চালালো আমফান। পূর্ব উপকূলের শক্তিশালী সুপার সাইক্লোন আমফানের তান্ডবের পর এবার পালা পশ্চিম উপকূলের। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। India Meteorological Departments (IMD) ইতিমধ্যেই জারি করেছে লাল সতর্কতা। আগামী ৩-৪ জুনের মধ্যে গুজরাত বা মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১২০ কিলোমিটার।

১৮৯১ সালের পর এই প্রথম কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্রে। এই জন্য এই ঝড় নিয়ে এখন থেকে শুরু হয়েছে সতর্কতা। সোমবার কর্নাটক উপকূলে সতর্কতা জারি হয়েছে। আর মঙ্গলবার থেকে এই ঝড়ের জন্য বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মহারাষ্ট্র ও গুজরাত উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কদিন আগেই আমফান যে কি ভয়ঙ্কর তান্ডব চালিয়েছে তা দেখেছে গোটা দেশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে। এবার এই ঝড় যে পশ্চিম উপকূলে তান্ডব চালাবে তা বোঝাই যাচ্ছে। প্রাথমিকভাবে কমলা সতর্কতা জারি করলেও পরে আইএমডির পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ঝড়ের জন্য মুম্বই ও ঠানেতে বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে। বাংলার ঝড়ের তান্ডব দেখে এখন আশঙ্কার প্রহর গুনছে পশ্চিম উপকূলের মানুষেরা।

Related Articles

Back to top button