Today Trending Newsদেশনিউজ

তছনছ হতে পারে মুম্বাই শহর, ১২০ কিমি বেগে বইবে ঝড়

Advertisement

আমফানের তান্ডব শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগেই। সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার ধ্বংস চিহ্ন এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পূর্ব উপকূলের পর এবার ঘূর্ণিঝড় আসছে পশ্চিম উপকূলে। আরব সাগরের উপকূল বরাবর ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘নিসর্গ।’ ঘন্টায় এই ঝড়ের গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার। মৌসম ভবন জানাচ্ছে মুম্বাই থেকে আর মাত্র ৭০০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। আর গোয়া থেকে ৪০০ কিলোমিটার দূরে রয়েছে।

এই সুপার সাইক্লোন আগামী ৩ জুন আরব সাগরের উপকূলে ঘন্টায় ১০৫-১১০ কিমি বেগে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য আরব সাগর ও পার্শবর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগরের মধ্যে গভীর নিম্নচাপ হবার প্রবল সম্ভাবনা রয়েছে। আর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সেই নিম্নচাপ ভয়ানক ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

IMD-এর ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় বাণিজ্যনগরীকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। মুম্বই ছাড়াও থানে, নভি-মুম্বই, পানভেল, মীরা-ভয়ানদের,বদলাপুর, ভসাই-বিহার, কল্যাণ-দমবিভলি, উল্লাসনগর, অম্বেরনাথের মতো শহরগুলিতেও প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে। ২ জুনসকালের দিকে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মহারাষ্ট্র এবং গুজরাতের মাঝে রায়গড়ের হরিহরশ্বরের উপর দিয়ে এগিয়ে আসবে। তারপর ৩ জুন রাতে দমনের দিকে চলে যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন।

Related Articles

Back to top button