মাস্ক না পড়লে হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা, কড়া স্বাস্থ্যবিধি ঘোষণা এই দেশের
ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই ভারত করোনা আক্রান্তের নিরিখে সপ্তম স্থানে পৌঁছে গিয়েছে। থেমে নেই বাংলাদেশও। সেখানেও ক্রমেই বাড়ছে সংক্রমণ। এই করোনার থাবা আটকাতে সেদেশে কড়া স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে। এই নির্দেশিকায় জারি করা হয়েছে, কেউ যদি মাস্ক না পড়েন বা অন্যান্য স্বাস্থ্যবিধি না মানেন তাহলে সর্বোচ্চ ছয় মাসের কারাদন্ড বা এক লক্ষ টাকা জরিমানা হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় কোনো ব্যক্তি মাস্ক না পরে বাইরে বেরোলে ৬ মাস জেল বা ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে বা উভয় দন্ডেই দণ্ডিত হতে পারেন। কেউ এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এই আইনকে অত্যন্ত সতর্কতার সাথে পালন করতে বলা হয়েছে। এছাড়া সমগ্র বিষয়টি মানবিকতার সাথে দেখতে বলা হয়েছে।
বাংলাদেশে অফিস ও পরিবহন ব্যবস্থা চালু থাকলেও রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জনসাধারণের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবাতে ছাড় দেওয়া হবে বলে স্পষ্ট করে জানানো হয়েছে।