মায়ের নিথর দেহ পড়ে রয়েছে স্টেশনে। আর সেই নিথর দেহ ধরে মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে একটি ছোট্ট শিশু। যেনো ঘুমন্ত মা’কে জাগানোর চেষ্টা। সম্প্রতি এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বিহারের মুজফ্ফরনগরে। আর সেই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে থাকা সেই একরত্তি সন্তানের দায়িত্ব নিলেন বলিউডের বাদশা কিং খান। আর সে কথা তিনি শেয়ার করলেন নিজের টুইটার হ্যান্ডেলে।
বিহারের মুজফফর নগরের ওই মর্মান্তিক ভিডিওটি দেখে পরে জানা গিয়েছিল, ভিডিওটিতে থাকা মৃত মহিলাটি একজন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, একদিকে দীর্ঘ ট্রেন যাত্রার ফলে অক্লান্ত পরিশ্রম, খিদে ও তেষ্টা এবং অপরদিকে ট্রেনের অস্বাস্থ্যকর পরিবেশের ফলে প্রাণ হারিয়েছেন ওই মহিলা পরিযায়ী শ্রমিক। তবে এই অভিযোগকে অস্বীকার করে রেল ও পুলিশের তরফে জানান হয়েছে, ওই মহিলা পরিযায়ী শ্রমিক অন্য কারনে মারা গিয়েছেন।
বলিউড বাদশা কিং খানের সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ কোনো সূত্র মারফত যোগাযোগ করে ওই শিশুর পরিবারের সঙ্গে। আর এরপরই শিশুটির পরিবারকে সাহায্য করা হয়। সোমবার শাহরুখ টুইটারে জানিয়েছেন, “মীর ফাউন্ডেশন ওই শিশুটির সমস্ত দায়িত্ব নিয়েছে।” এরপর মীর ফাউন্ডেশনের তরফে টুইট করে জানান হয়, “যারা ওই শিশুটির কাছে আমাদের পৌঁছাতে সাহায্য করেছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ এবং তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ”।
এই টুইটকে রিটুইট করেছেন কিং খান। তিনি লিখেছেন, ” এই অল্প বয়সে শিশুটিকে মা হারানোর কষ্ট সহ্য করতে হয়েছে। এই ঘটনা মর্মান্তিক। শিশুটির জন্য ভালোবাসা রইল। যাঁরা এই শিশুটির খোঁজ দিয়েছেন তাঁদের ধন্যবাদ”। বর্তমানে শিশুটি দাদুর কাছে রয়েছে।