কলকাতানিউজরাজ্য

ফের কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

Advertisement

আজ ও ফের রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহ জুড়েই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষে এই ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

মূলত দক্ষিণ দিকের বাতাস থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে। আর তার জেরেই বজ্রগর্ভ মেঘ তৈরি করে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে। এদিকে ১ লা জুন থেকেই কেরলে একদম নির্ধারিত সময়ে বর্ষা ঢুকেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্যই রাজ্যে বর্ষার আগমন ঘটবে। আবহবিদদের মতে, উত্তরবঙ্গে ৭ জুন এবং দক্ষিণবঙ্গে ১১ জুন বর্ষা রাজ্যে প্রবেশ করবে।

আজ কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে। আজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ও থাকছে। ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েছে শহরবাসী। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬- ৯২ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় সামান্য বৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button