আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে আজ বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে হাওড়া, কলকাতা, বীরভূম ও হুগলীতে। শুধু তাই নয় সাথে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। বীরভূম, বর্ধমানের মতো জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে মালদায় বজ্রপাতে মারা গেছেন ৩ জন। আজ সকাল থেকেই ক্রমাগত তাপমাত্রা বেড়েছে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। সাথে অতিরিক্ত আর্দ্রতার কারণে দুপুরের দিকে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এরপরই অতিরিক্ত আর্দ্রতায় জমাট বাঁধে মেঘ। সেখান থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়।
শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেড়ে হয় ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা মোটামুটি স্বাভাবিক। যেহেতু সামনেই বর্ষার মরশুম তাই বৃষ্টি না হলেও আর্দ্রতার ফলে অস্বস্তির সৃষ্টি হয়। তবে আজকের ঝড়বৃষ্টি যে ভোগাবে, সেই সম্পর্কে আগেই সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর।