সম্প্রতি চিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের প্রতি চিন যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক ভারত তাঁদের শত্রূ ভাবে। এক সরকারি সংবাদমাধ্যমে ভারতের প্রতি চিনের এমন অভিযোগ তোলার পর শুরু হয়েছে চর্চা। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশ হিসেবে রাশিয়া ও ভারতকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই ভারতের আন্তর্জাতিক স্তরে এমন ভাবে খ্যাতি বৃদ্ধিতে স্বভাবতই ক্ষোভ প্রকাশ করেছে চিন। ক্ষোভ প্রকাশ করে বেজিংয়ের তরফ থেকে জানান হয়েছে, ভারত আগুন নিয়ে খেলছে, আগামীতে এই কর্মের ফল ভোগ করতে হবে।
চিনের একটি সরকারি প্রতিবেদন ‘Global Times’-এ অভিযোগ তোলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন উদ্যোগ নিয়েছেন তাতে বাকি দেশের লাভ হলেও ভারতের ক্ষতি হবে। ট্রাম্প ভারত ও রাশিয়া সহ আরও কয়েকটি দেশকে জি-৭-এ অন্তর্ভুক্ত করে তা জি-১০ বা জি-১১ হিসেবে তুলে ধরতে চাইছেন। চিনের সরকারি প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ভারত ও চিন সীমান্তে বেশ কয়েকদিন ধরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার সুযোগ নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। এমন করে ট্রাম্প বেজিংকে আরও চাপে ফেলতে চাইছেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া চিন দাবি করেছে, সমগ্র এশিয়া জুড়ে ক্রমে চিনের যত খ্যাতি বাড়ছে ততই দুনিয়ায় চিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আর এই জন্য যাতে চিনের খ্যাতি কমে তাই জি-৭ কে বিস্তারিত করার পরিকল্পনা করা হচ্ছে। তবে বাকি দেশগুলি উপকৃত হলেও ফল ভোগ করবে ভারত আর চিনের সঙ্গে শত্রূতা করলে বড় খেসারত দিতে হবে ভারতকে, এমন হুঁশিয়ারি দিয়েছে চিন। তাই ভারত যদি আমেরিকার পক্ষ নেয় তবে ভারত ও চিনের বানিজ্যিক সম্পর্ক থাকবে না এমনও বলা হয়েছে চিনের ওই সরকারি সংবাদমাধ্যমে।