আগামী ২-৩ ঘন্টার রাজ্যের এই জেলাতে ব্যাপক বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর
এদিন শুক্রবার সন্ধ্যায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বীরভূম ও হাওড়া জেলায় সন্ধ্যার মুখে হতে পারে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। জানা গিয়েছে, জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টির ফলেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিনক্ষণ ১০ই জুন ঘোষণা করেছে আবহাওয়া দফতর। তবে কিছুদিন আগে আরব সাগরে তৈরি হওয়া সুপার সাইক্লোন ‘নিসর্গ’-এর ফলে বঙ্গোপসাগরের মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়েছে। যার জেরে আবহাওয়াবিদেরা আশঙ্কা প্রকাশ করেছেন বঙ্গে বর্ষা প্রবেশ করতে কিছুটা দেরি হতে পারে।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের একটি নিম্নচাপ উত্তরপ্রদেশে সরে গেলেই বঙ্গোপসাগরে সক্রিয় হবে মৌসুমি বায়ু। তবে ৮ই জুন নাগাদ মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ কতটা।শক্তিশালী হয় তার উপর নির্ভর করছে বঙ্গে বর্ষা প্রবেশের দিনক্ষণ।