গত ২০১৯ এর ৯ই নভেম্বর সুপ্রীম কোর্টে অযোধ্যা মামলার রায় দেওয়া হয়েছিল। রায়ে অযোধ্যার বিতর্কিত ওই জমিতে রামমন্দির করার নির্দেশ দিয়েছিল সুপ্রীম কোর্ট। এবার সেই রামমন্দির তৈরি করার কাজ শুরু হতে চলেছে। জানা যাচ্ছে, আগামী ১০ই জুন থেকে মন্দির নির্মাণ শুরু হবে।
কিন্তু মন্দির নির্মাণের আগে রাম জন্মভূমিতে অবস্থিত শশাঙ্ক শেখর মন্দিরে হবে শিবের আরাধনা। আগামী ১০ই জুন হবে সেই শিবের আরাধনা। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই শিব পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পুজোর পরই মন্দির নির্মাণকারী সংস্থা এল এন্ড টি মন্দির নির্মাণের কাজ শুরু করবে। জানা যাচ্ছে, সকাল ৮টা থেকে শুরু হবে শিবপুজো, পুজো চলবে ২ ঘন্টা ধরে। তারপরই শুরু হবে মন্দির নির্মাণের কাজ।
দীর্ঘদিন বিচারের পর ২০১৯ এর ৯ই নভেম্বর সুপ্রীম কোর্ট অযোধ্যা মামলার রায়ঘোষণা করেছিল। রায়ে অযোধ্যার বিতর্কিত জমিতে আগে রাম মন্দির ছিল বলে জানায় শীর্ষ আদালত, আর তার প্রেক্ষিতেই ওই বিতর্কিত জমিতে রামমন্দির করার নির্দেশ দেয় সুপ্রীম কোর্ট। এবং মুসলিমদের অযোধ্যার অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।