আজ সোমবার, শিবের পুজো করুন, সংসারে শান্তি ফিরে আসবে

শ্রেয়া চ্যাটার্জি - মহাদেব হলেন মহাশক্তিধর একজন হিন্দু দেবতা। যারা দৈনিক কর্মব্যস্ততার মধ্যেও তাদের দেবতা শিবকে পুজো করতে চান তাদের জন্য রইল কিভাবে সহজ পদ্ধতিতে শিবের পুজো করা যায়, তার…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – মহাদেব হলেন মহাশক্তিধর একজন হিন্দু দেবতা। যারা দৈনিক কর্মব্যস্ততার মধ্যেও তাদের দেবতা শিবকে পুজো করতে চান তাদের জন্য রইল কিভাবে সহজ পদ্ধতিতে শিবের পুজো করা যায়, তার নিয়মাবলী। ছোট ছোট ছেলেমেয়েরা চাইলে এই পদ্ধতি মেনে শিবের পুজো করতে পারে। প্রবাসী ধর্মপ্রাণ হিন্দুরাও এই পদ্ধতি মেনেই শিব পুজো করেন। মন্ত্রপাঠ উচ্চারণে কারো সমস্যা থাকলে মন্ত্র পাঠ করবেন না।

পূজার উপকরণ হিসেবে লাগবে একটি শিবলিঙ্গ, এক ঘড়া গঙ্গার জল, একটি থালা, একটি গ্লাস ও কোশাকুশি, সাদা চন্দন ও আতপ চাল, বেলপাতা, ফুল ধুপ, ধুনো, প্রদীপ।

শিব পুজো করার সময় সর্বদা উত্তর মুখে বসতে হয়। উত্তর দিক হলো ব্রহ্মলোক পথ। তামার পাত্রে সর্বদা শিবলিঙ্গ কে রাখতে হয়। প্রথমে স্নান করে আসনে বসে শিব, দুর্গাকে প্রণাম করতে হবে। পূজা স্থান আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুপ, প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। তারপর শুদ্ধ কাপড়ে শিবের পুজো করতে হবে।

শুধু সোমবারই নয় প্রতিদিন যারা শিবের পুজো করতে চান তারা নিয়ম করে এমন ভাবে পুজো করলে। সংসারে সুখ স্বাচ্ছন্দ ফিরে আসবে। আর্থিক অনটন হবে না। মহাদেবের কৃপায় সকলেই শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকবেন। আমাদের কর্মব্যস্ত জীবনে যদি প্রতিদিন একটু সময় বার করে শিবের পুজো করা যায় তাহলে মহাদেব তুষ্ট হন।