কলকাতানিউজরাজ্য

সাধারণ মানুষের সুবিধার্থে এবার বেসরকারি হাসপাতালেও মিলবে করোনা পরীক্ষার সুবিধা

Advertisement

করোনা সংক্রমণ নিয়ে ক্রমাগত উদ্বেগ বেড়ে চলেছে সাধারণ মানুষের মনে। তার সাথে সাথে বাড়ছে করোনা পরীক্ষা নিয়ে কৌতূহল। কারণ, উপসর্গ না থাকলে এতোদিন পর্যন্ত ইচ্ছে হলেই পরীক্ষা করা যেতো না। তবে সেই চিন্তার অবসান ঘটালো রাজ্য স্বাস্থ্য দপ্তর।

এবার থেকে যদি কেউ মনে করেন যে তিনি করোনা পরীক্ষা করাবেন তবে তিনি খুব সহজেই সেটি করাতে পারবেন। জানা গিয়েছে রাজ্যের যে সমস্ত বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা হয়, সেখানকার বহির্বিভাগের কোনো চিকিৎসক যদি করোনা পরীক্ষার কথা লিখে দেন, তবে সেই হাসপাতালেই করোনা পরীক্ষা করা সম্ভব হবে।

শুধু তাই নয়, এছাড়াও কলকাতার বিভিন্ন বেসরকারি ল্যাবরেটরি, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের নিউটাউন এবং এলগিন রোড শাখায় চিকিৎসকের প্রেসক্রিপশনে করোনা পরীক্ষার উল্লেখ থাকলে সরাসরি করোনা পরীক্ষা করানো যাবে। এই পরীক্ষায় খরচ হবে মাত্র ২,১০০ টাকা।

এই বিষয়ে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের অধিকর্তা সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ”আইসিএমআর এর নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের নির্দেশমতো আমরা সাধারণ মানুষের করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করার জন্য প্রস্তুত। তবে, সরকারি নির্দেশ অনুযায়ী কোনো বেসরকারি আউটডোর কিংবা চিকিৎসকের প্রেসক্রিপশনে নমুনা পরীক্ষার উল্লেখ অবশ্যই থাকতে হবে। সাধারণ মানুষের স্বার্থে অনেক কম খরচেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Related Articles

Back to top button