কলকাতানিউজরাজ্য

বাইক ও সাইকেল আরোহীদের বিশেষ সতর্কতা পালন করতে বললেন মমতা

Advertisement

দেশজুড়ে টানা দীর্ঘদিনের লকডাউন চলছে। তবে এখন অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। চালু হয়েছে গণ পরিবহন ব্যবস্থা। কিন্তু এখনও চালু হয়নি লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। তাই পঞ্চম দফার লকডাউনের আনলক-১-এ প্রায় সব অফিস, কারখানা, শপিং মল, রেস্তোরাঁ চালু হয়ে গিয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিবহনের অভাবে কর্মীরা কাজে যোগ দিতে পারছেন না। কিংবা গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এবার সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কলকাতা ও শহরতলীতে বাইক ও সাইকেল চালানোয় অনুমতি দিয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে বলেন যে অফিস যেতে দেরি হলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু মানুষের জীবন চলে গেলে বিরাট ক্ষতি হবে। তাই সাইকেল ও বাইক নিয়ে যাঁরা কাজে যাবেন তাদেরকে বিশেষ সাবধান হতে তিনি বলেছেন। তিনি কলকাতা সহ সব পুলিশ কমিশনারদের  সাইকেল আরোহীদের জন্য বড় রাস্তা বাদ দিয়ে ছোট রাস্তা দিয়ে সাইকেল চালানো যাবে কিনা সেটা ঠিক করতে বলেন।

এদিকে সম্মতি গাড়ি না পাওয়ায় মানুষজনের ভোগান্তির সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা তারা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন যে রেল ও মেট্রো চালু হচ্ছে না বলে মানুষের অসুবিধার সৃষ্টি হচ্ছে। কিন্তু এগুলি চালু করতে তিনি পারবেন না। বর্তমানে যাতায়াতের অসুবিধার জন্য মানুষ সাইকেল নিয়ে কাজে যাচ্ছেন।

Related Articles

Back to top button