করোনা সংক্রমণ শুধুমাত্র শারীরিক প্রভাবই নয় অর্থনৈতিক দিক থেকেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে। বর্তমানে গোটা দেশ আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে চাকরি হারানোর আশঙ্কা করছেন বহু মানুষ। অন্যদিকে বেশ কিছু মানুষ চাকরি ছেড়ে নিজের এলাকায় ফিরে এসেছেন। এরূপ পরিস্থিতিতে বেশ বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করে ট্যুইটারে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ‘কর্মভূমি’ নামক পোর্টালের সূচনা করা হচ্ছে। যারা যারা করোনা আতঙ্কের কারণে নিজের রাজ্যে ফিরে এসেছেন এবং চাকরি বদল করার কথা ভাবছেন, তারা এই পোর্টালের মাধ্যমে রাজ্যের তথ্য ও প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই ওয়েবসাইটি হল, http://karmabhumi.nltr.org। সবাইকে শুভেচ্ছা জানাই।”
On behalf of GoWB, we launched Karmo Bhumi, web portal for IT professionals, returned & looking for job change due to COVID 19 . Connect now to IT companies of Bengal throughhttps://t.co/cmDB1TEPz0
My best wishes to everyone.— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2020
মুখ্যমন্ত্রীর মতে রাজ্যের কাউকে চাকরির জন্যে যাতে নতুন করে বাইরে না যেতে হয়, তাই বিশেষ প্রকল্পের ঘোষণা করা। অন্যদিকে এটিকে এক কথায় সমস্ত তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রের চাকরির ভান্ডার বলা যেতে পারে। গোটা দেশে যখন করোনার কারণে দুর্বিষহ অবস্থা, এই পরিস্থিতিতে এই নতুন প্রকল্পের দ্বারা বহু মানুষ উপকৃত হবেন বলেই আশা করা যাচ্ছে। শুধু এই রাজ্যই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলায় চলে এসেছেন। কেউ চাকরি ছেড়ে তো কারোর আবার মন্দার বাজারে চাকরি চলে গিয়েছে। তাদের প্রত্যেকের জন্যই এই প্রকল্পটি আশাজনক হবে।