গত ১লা জুন থেকে দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে ‘এক দেশ এক রেশন কার্ড’ পরিষেবা। এবার কেন্দ্রীয় সরকারের যোজনায় আরও তিন রাজ্য যোগ দিল। আজ একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান। উত্তরাখন্ড, নাগাল্যান্ড এবং মণিপুর এই তালিকায় নতুন যোগ দিল। ১লা জুন থেকে দেশে চালু হওয়া ‘এক দেশ এক রেশন কার্ড’ পরিষেবায় ইতিমধ্যে ২০টি রাজ্যে যোগদান করেছে।
সেই তালিকায় যুক্ত হলো আরও তিনটি রাজ্য। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০২১ এর ৩১শে মার্চ পর্যন্ত দেশের বাকি ১৩ টি রাজ্যে চালু করে দেওয়া হবে এই ব্যবস্থা। এর আগে ১লা জুন কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল ওড়িশা, সিকিম এবং মিজোরাম এই তালিকায় যুক্ত হবে। আজ আরও তিনটি রাজ্যকে এই তালিকায় আনা হলো। ১লা আগস্ট থেকে এই তিন রাজ্য যোগ দেবে কেন্দ্রীয় সরকারের এই যোজনায়।
ফলে ১লা আগস্ট থেকে মোট ২৩ টি রাজ্যে পাওয়া যাবেই সুবিধা। এই রাজ্য গুলি হলো ওড়িশা, সিকিম, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, দমন ও দিউ, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড এবং মণিপুর।