অবশেষে দীর্ঘ আলোচনার পর লাদাখ থেকে সরছে চীন সেনা। গত ৫ই মে থেকে লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় এবং চীন সেনা মুখোমুখি। মঙ্গলবার লাদাখের তিনটি জায়গা থেকে সেনা সরালো চীন। চীন সেনা সরানোর সাথে সাথে ভারতও তাদের সেনা সরাতে শুরু করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, পেট্রোলিং পয়েন্ট ১৫ ও হটস্প্রিং এলাকা থেকে চীন সেনা সরিয়েছে।
এই সমস্ত জায়গা থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পিছিয়েছে চীন সেনা, ভারতীয় সেনাও একই দূরত্ব পিছিয়েছে। সীমান্ত সমস্যা নিয়ে দুদেশই জানিয়েছিল তারা আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নিতে চায়। সেই মতো কম্যান্ড পর্যায়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের পরেই চীন সেনা সরানোর সিদ্ধান্ত নেয়। আগামী সপ্তাহে দুই দেশের সেনার মধ্যে আরও একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, “ভারত চীনের মধ্যেকার সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে।” রাজনাথ সিংয়ের এই বক্তব্যের পরেই সেনা সরানোর পদক্ষেপ করলো দুই দেশ।