শ্রেয়া চ্যাটার্জি – ৫৬,০০০ বছর পুরনো একটি লেকের জল হঠাৎ করেই গোলাপি হতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধনা জেলার লোনার লেকে। এই ঘটনা বনকর্মী, বিজ্ঞানী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, প্রত্যেককেই চমকে দিয়েছে। ৭৭.৬৯ হেক্টর জায়গা জুড়ে এই লেকটি অবস্থিত যার পুরো এলাকাটি হলো ৩.৬৬ বর্গ কিলোমিটার।
লেকের জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে নাগপুরের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে। এখনো সঠিকভাবে কারণ জানা যেতে সময় লাগবে কমপক্ষে দুই সপ্তাহ। মূলত আলগাই এর জন্যই এই লেকের রংটি গোলাপি হচ্ছে। এমনটা বিশেষজ্ঞরা মনে করলেও, সঠিক ফলাফল আসতে এখনো দেরী।
Suddenly the waters of world famous Lonar Lake turned pink.whats going on? @ParveenKaswan pic.twitter.com/2sg0TIW3nF
— Nandan Daga (@mrdagajee) June 10, 2020
বিশেষজ্ঞরা বলছেন গরমকালে এই জলস্তর অনেকটা নিচে নেমে যায়, সেই সময় কিছু আলগাইয়ের জন্ম হয়। এইরকম পরিস্থিতিতে সেগুলি লাল রঙের হয়ে যায়। বর্ষার সময় জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে তখন পুরো জলের রংটাই গোলাপী বা লালচে হতে থাকে। এমন পরিবর্তন হতেই পারে তবে এত বছর পরে হঠাৎ করে কেন এই পরিবর্তন! সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা।