ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউনে রেকর্ড অঙ্কের সুদ দিচ্ছে এই ব্যাংক, জানুন বিস্তারিত

Advertisement

বর্তমানে টাকা জমানোর সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ফিক্সড ডিপোজিটে টাকা জমানো। ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত প্রকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যাংক, সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগে কত সুদ মিলবে, প্রাথমিক ভাবে সেটাই গুরুত্ব পায়। কিন্তু বর্তমানে দেশের শীর্ষ সমস্ত ব্যাংকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার অনেকটাই কম। তার উপর আরবিআই গত তিন মাসে ১১৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে ফিক্সড ডিপোজিটে সুদের হার আরও কমেছে। এই মুহূর্তে দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৫.৪০% সুদ দেয়।

প্রবীণ নাগরিকরা সেভিংসের জন্য ফিক্সড ডিপোজিটের উপর খুব বেশি মাত্রায় নির্ভর করেন। কিন্তু বর্তমানে শীর্ষ ব্যাংক গুলি যেভাবে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাচ্ছে তাতে তাদের বিশেষ লাভ হচ্ছেনা সেকথা বলাই যায়। যদিও প্রধানমন্ত্রী ভায়ো বন্দনা যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কীম এই প্রকল্প গুলিতে প্রবীণ নাগরিকদের জন্য অনেক বেশি সুদ দেওয়া হয়। কিন্তু অনেক প্রবীণ নাগরিকরাই এই প্রকল্প গুলিটর টাকা রাখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানেন না। তাদের কাছে ব্যাংকের ফিক্সড ডিপোজিটই সবচেয়ে সুবিধার। দেশের শীর্ষ ব্যাংক গুলি ফিক্সড ডিপোজিটে কম সুদ দিলেও বেশ কয়েকটি ব্যাংক এমনও আছে যেগুলি ফিক্সড ডিপোজিটে সাধারণের জন্য ৭.৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮% সুদ দেয়। এমনই কয়েকটি ব্যাংকের সম্বন্ধে জেনে নিন-

DCB Bank:

৬ মাস থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৬-৬.৭৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.১০-৭.২৫% হারে।

১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৯-৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৪০-৭.৭৫% হারে।

২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭০% হারে।

৩ থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.৩৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৮৫% হারে।

৫ বছর এবং তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.৩৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৮৫% হারে।

IDFC First Bank

৬ মাস থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৭৫-৭% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.২৫-৭.৫০% হারে।

১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭৫% হারে।

২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭৫% হারে।

৩ থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২০% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭০% হারে।

৫ বছর এবং তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২০-৭% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭০-৭.৫০% হারে।

RBL Bank

৬ মাস থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৪০-৬.৬৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৬.৯০-৭.৭০% হারে।

১ থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২০% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭০% হারে।

২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭.২৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৭৫% হারে।

৩ থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৭-৭.৫০% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.৫০-৮% হারে।

৫ বছর এবং তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সাধারণ নাগরিকদের সুদ দেয় ৬.৬৫-৭.১৫% হারে এবং প্রবীণ নাগরিকদের সুদ দেয় ৭.১৫-৭.৬৫% হারে।

Related Articles

Back to top button