করোনা আবহের জেরে দীর্ঘদিন ধরে লকডাউন চলছে। প্রায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত ধর্মীয় স্থান। এবার ধীরে ধীরে সেগুলি খুলে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে মানতে হচ্ছে বিশেষ বিধিনিষেধ। এবার সোমবার অর্থাৎ আগামীকাল থেকে খুলে যাচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠের দরজা। কিনটি বিশেষ নিয়ম ও নির্দেশিকা মেনে চলতে হবে।
নিয়ম মেনে তবেই মঠে প্রবেশ করতে হবে। আগামীকাল থেকে খুলে যাবে মঠের দরজা। সারাদিনে দুইবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ও বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে মঠ। প্রবেশের সময় মানতে হবে নিয়ম। এই নিয়ম মেনেই প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা, এমনই জানালেন মঠের অধক্ষ্য।
মঠে প্রবেশের সময় মূল দরজায় থার্মাল স্ক্রিনিং করা হবে। প্রত্যেককে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করতে হবে। মঠের কোথাও স্পর্শ করা যাবে না। প্রণাম দাঁড়িয়ে করতে হবে। শুয়ে বা বসে প্রণাম করা যাবে না। একসাথে ১০ জনের বেশি প্রবেশ করা যাবে না। কিন্তু মনে রাখতে হবে, প্রসাদ দেওয়া হবে না এবং থাকা যাবে না। এই বিধিনিষেধ অবশ্যই মানতে হবে।