দেশনিউজ

জরুরি পরিষেবায় লোকাল ট্রেন, সোমবার থেকে যাত্রা শুরু

Advertisement

করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে দেশ জুড়ে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল যাত্রীবাহী রেল পরিষেবা। পরে নির্দিষ্ট কয়েকটি এলাকা ভিত্তিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল মন্ত্রক। তবে, ভিড় এড়াতে এতদিন বন্ধ রাখা হয়েছিল লোকাল ট্রেনের সফর। কিন্তু আনলক ১-এ অফিস কাছারি খুলে যাওয়ায় ট্রেনের অভাবে অফিসে যেতে সমস্যায় পড়তে হয় সরকারি কর্মচারীদের। ফলে, লোকাল ট্রেনকে জরুরি পরিষেবার আওতায় এনে ট্রেন যাত্রা শুরু করল পশ্চিম রেল। সোমবার থেকেই এই ট্রেন যাত্রা শুরু হচ্ছে মুম্বাইয়ে। তবে পশ্চিম রেলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই এই ট্রেনে সফরের অনুমতি মিলবে।

রেলের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ যাত্রীদের জন্য এখনই খুলছে ট্রেনের দরজা। ফলে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া লোকাল ট্রেনে সফর করার অনুমতি পাবেন না অন্যরা। রেলমন্ত্রকের তরফে এক ট্যুইটে জানানো হয়েছে, ‘কেবলমাত্র রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সোমবার ১৫ জুন থেকে লোকাল ট্রেনের পরিষেবা চালু করছে পশ্চিম রেল। ২০২০ প্রটোকল ও এসওপি অনুসারে মুম্বাই শহর ও শহরতলি এলাকায় ট্রেন পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রেল সূত্রে জানা গেছে, সকাল ৫ টা থেকে ১৫ মিনিট অন্তর চলাচল করবে লোকাল ট্রেন। রাত্রি ১১ টা পর্যন্ত নিয়মিত জারি থাকবে এই পরিষেবা। যাদের মান্থলি টিকিট রয়েছে তারা সফরের অনুমতি পাবেন। মেয়াদ উত্তীর্ণ টিকিট দিয়েও করা যাবে যাত্রা। অন্যরা পরিচয়পত্র দেখিয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

Related Articles

Back to top button