Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কবে হবে মাধ্যমিকের ফলপ্রকাশ, বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

করোনার প্রকোপে স্থগিত রয়েছে মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ। করোনার জেরে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, এমনটাই জানিয়েছে…

Avatar

করোনার প্রকোপে স্থগিত রয়েছে মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ। করোনার জেরে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। এদিকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সমস্ত প্রক্রিয়া শেষ। তবে কবে হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা? এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে”।

তিনি আরও বলেন, ” ফলপ্রকাশ করলেই হবে না। ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে উত্তরপত্র। এরপর একাদশ শ্রেনীতে ভর্তির ব্যপার রয়েছে। কিন্তু করোনার প্রকোপে তা সম্ভব নয়। আগে যেভাবে সব করা হতো এবার তা সম্ভব নয়। তাই পরিস্থিতি অনুকূল হলেই আমরা মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবো”। এবছর ১০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাঁরা সবাই ফলপ্রকাশের অপেক্ষায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে করোনার প্রকোপে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ৮ই জুলাই। এদিন মঙ্গলবার সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি একটি চিঠি মারফত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়েছেন, করোনা আবহে এমত অবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার। তাঁদের বক্তব্য, এই পরিস্থিতিতে কোনোমতেই নেওয়া যাবে না পরীক্ষা। অন্তত তিনমাস পিছিয়ে দেওয়া হোক শিক্ষাবর্ষ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির মত, আইসিএসই বোর্ড যেমন ছাত্রছাত্রীদের উপর পরীক্ষার বিষয়টি ছেড়ে দিয়েছে সেরকম করা হোক।

About Author