দেশনিউজ

দেশের জন্য প্রাণ দিয়েছে ছেলে, কষ্ট হলেও ছেলের জন্য গর্বিত মা

Advertisement

সোমবার রাতে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষে লাদাখে শহীদ হলেন কর্নেল সন্তোষ বাবু। ঘটনার আগের দিনই নিজের মায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। মায়ের সঙ্গে কথা হলেও সীমান্তে উত্তেজনার কথা একবারের জন্যেও মুখে আনেননি ১৬, বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার সন্তোষ বাবু। তবে এই সেনা অফিসারকে নিজের যত্ন নিতে বলেছিলেন তাঁর বাবা।

ছেলের শহিদ হওয়ার খবর পেয়ে মা মঞ্জুলা দেবী দুঃখী হলেও জানিয়েছেন, ‘আমি গর্বিত, আমার ছেলে দেশের জন্য প্রাণ দেওয়ায়। মা হিসেবে আমার কষ্ট হবে, কারণ, আমার একমাত্র ছেলে ছিল সে।’ অবশ্য, একমাত্র ছেলের শহীদ হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছিলেন কর্নেলের বাবা ও মা। তাঁর বাবা জানান, সংবাদমাধ্যমে দেখে প্রথমে বিশ্বাস হয়নি তাঁদের। পরে সেনাবাহিনীর তরফে এই দুর্ঘটনার খবর জানানো হয় তাদের।

তবে এই দুঃখ হাসি মুখে সহ্য করবেন বলে জানিয়েছেন শহীদ কর্নেলের মা। এই কর্নেলের বাবা জানিয়েছেন, ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে জম্মু ও কাশ্মীরে পোস্টিং নেন সন্তোষ বাবু। অন্যদিকে রাজ্যের এই সেনা অফিসার শহীদ হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি জানিয়েছেন, এই আত্মত্যাগের কৃতজ্ঞতা কোন মূল্য দিয়ে বোঝানো যাবে না। শহীদ এই কর্নেলের পরিবারের পাশে থাকবে তেলেঙ্গানা সরকার, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button