Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে ভারত? উত্তেজনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীন সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি…

Avatar

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীন সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই সর্বদলীয় বৈঠকের কথা বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনের পিপলস লিবারেশন আর্মির সৈন্যদের সাথে সোমবার ৬ ঘণ্টারও বেশি মুখোমুখি সংঘর্ষে কমান্ডিং অফিসার সহ ভারতীয় সেনাবাহিনীর ২০ জন সেনা শহীদ হন। মুখোমুখি এই সংঘর্ষে ৪ ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘ভারত-চীন সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ ই জুন বিকেল ৫ টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।’ এলএসি-র সিকিম ও লাদাখ সেক্টরে ভারতীয় ও চীনা সেনা মুখোমুখি হওয়ার পর মে মাসের গোড়ার দিকে প্রথম ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন থেকে উভয় পক্ষই ছয় সপ্তাহব্যাপী এই দ্বন্দ্ব সমাধানের জন্য একাধিক আলোচনা করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যে, এই সংঘর্ষে ৪৩ জন চীনা সৈনিক মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন। তবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি। কেন্দ্রের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার গ্যালওয়ান উপত্যকায় ২০ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

About Author