করোনা আক্রান্ত হলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য। প্রথমবার তাঁর করোনা হলে রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু দ্বিতীয়বার ফের করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু এখন জানা যাচ্ছে, তাঁকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। রবিবার শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্যাচার্যের সোয়াব টেস্ট করা হয়েছে। সেইসময় রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু মঙ্গলবার ফের তাঁর শারীরিক অসুস্থতা শুরু হলে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালে ৬২ বছরের বিধায়ককে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এর সাথেই করোনা পরীক্ষাও করা হয়েছিল। আর তাতাই এবারের রিপোর্টে করোনা পজিটিভ আসে বিধায়কের। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।