৫০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম, দাম কমলো রুপোর, জানুন আজ সোনা ও রুপোর দাম
আবার দাম বাড়লো সোনার। শেষ কয়েকদিন ধরেই টানা দাম বাড়ছে সোনার। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,২০০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬,৯১০ টাকা। সোনার দাম বাড়লেও আগেরদিনের তুলনায় কিছুটা কমেছে রুপোর দাম।
রুপোর দাম আজ প্রতি কেজিতে ১০০ টাকা কমে হয়েছে ৪৭,৭০০ টাকা। দেশের এক একটি শহরে সোনার দাম এক একরকম। বুধবার দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬,০০০ টাকা। চেন্নাইয়ে দাম ৪৫,৫৩০ টাকা এবং মুম্বাইয়ে দাম ৪৬,১০০ টাকা।
ভারতে বেশিরভাগ সোনা আমদানি করা হয়। তাই বিশ্ববাজারে সোনার দামের উপর নির্ভর করে ভারতে সোনার দাম। এই দামের উপর চাপানো হয় আমদানি শুল্ক, জিএসটি, রাজ্য সরকার গুলির নিজস্ব ট্যাক্স, মেকিং চার্জ। এসবের ফলেই বেড়ে যায় সোনার গয়নার দাম। বিশেষজ্ঞদের মতে করোনার প্রভাব যতদিন না বাজার থেকে কাটবে ততদিনই এমন ওঠানামা চলতে থাকবে সোনার দামে।