দেশনিউজ

ভারত-চিন সংঘর্ষ, কেমন অস্ত্র ব্যবহার করেছিল চিনা সৈনিক, সামনে আসলো সেই অস্ত্রের ছবি

Advertisement

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শহীদ হয়েছেন অন্তত ২০ জন ভারতীয় সেনা। এই ঘটনায় চিনের প্রতি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতে। ইতিমধ্যে, চিনের অর্থনীতিকে দুর্বল করতে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। এমন সময়ে সীমান্তের এই উত্তেজনার বিষয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

ভারতীয় সৈন্যদের আক্রমণ করার জন্য পেরেক-যুক্ত লোহার রড ব্যবহার করেছিল চিনের সেনাবাহিনী। প্রাথমিকভাবে চিনের দিক থেকেই এই হামলা করা হয়েছিল বলে প্রমাণিত হলো। সীমান্তের সংঘর্ষে চিনের সৈন্যদের ব্যবহার করা এই উন্নত অস্ত্রের একটি ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একাধিক পেরেক বিদ্ধ লোহার রড দেখা গেছে।

এই চিত্রটি আরও পরিষ্কার বোঝা গেছে যে, সংঘর্ষের পরও চিনা সৈন্যদের পিছু হটার বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনও ইচ্ছাই ছিল না। তবে, পেরেকযুক্ত লোহার রড ব্যবহার করে বিপক্ষের সেনাকে কাবু করার এই কৌশল চিন আগে ব্যবহার করেনি। এই ধরনের বর্বরতা কেবলমাত্র পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) কৌশল হিসাবে এতদিন ব্যবহৃত হয়ে এসেছে। এবার সেই বর্বরতায় নিজেদের নাম নিয়ে এল চিনের পিপল’স লিবারেশন আর্মি। চিনের বিদেশমন্ত্রী ইয়াং জি-র সঙ্গে কথা বলার সময় এই ঘটনায় চিনের উপর সম্পূর্ণ দায় চাপান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্তে উত্তেজনা ছড়াতে চিনের ভূমিকার সমালোচনাও করেন তিনি।

Related Articles

Back to top button