Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চমকে দিলেন মমতা, করোনা রোগীদের চিকিৎসা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা আবহে একের পর এক চমক দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছিলেন মৃদু উপসর্গ যুক্ত ও উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে এসে চিকিৎসা করার দরকার…

Avatar

করোনা আবহে একের পর এক চমক দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছিলেন মৃদু উপসর্গ যুক্ত ও উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে এসে চিকিৎসা করার দরকার নেই। বাড়ি থেকেই চলবে তাদের চিকিৎসা। এবার আবারও একবার রাজ্যবাসীকে চমকে দিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি জানান, কোভিড আক্রান্ত মৃদু উপসর্গ যুক্ত ও উপসর্গহীন করোনা রোগীদের চিকিৎসা করা হবে কোভিড হাসপাতালের নিকটস্থ হোটেলে।

রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে। ভিনরাজ্যের কাজ থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা দুঃশ্চিন্তা বাড়াচ্ছে সরকারের। এর মধ্যেই করোনা চিকিৎসা সম্পর্কে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য। এবার থেকে আর শুধু কোভিড হাসপাতাল নয়, করোনার চিকিৎসা হবে হাসপাতালের নিকটস্থ হোটেলেও। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে একথা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবার থেকে মৃদু উপসর্গ যুক্ত ও উপসর্গহীন করোনা রোগীদের চিকিৎসা করা হবে কোভিড হাসপাতালের পার্শ্ববর্তী হোটেলে। তবে যেকোন হোটেল নয়, সরকারের নির্দিষ্ট করে দেওয়া হোটেলেই করা হবে চিকিৎসা। হাসপাতালের চিকিৎসকরাই পরিষেবা দেবেন হোটেলেও। টানা তিন মাস জারি থাকবে এই পরিষেবা। এই স্যাটেলাইট হেল্থ ফেসিলিটি চালু হতে চলেছে খুব শীঘ্রই। রাজ্য সরকারের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতাল গুলোকেও।

About Author