Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘরে ফিরল কফিন বন্দি বীর শহীদের দেহ, চোখের জলে বীর ছেলেকে শেষ শ্রদ্ধা বীরভূমের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বাড়ি পৌঁছাল ভারতীয় সেনার শহীদ জওয়ান রাজেশ ওরাং-এর কফিন বন্দি দেহ। দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায় মোড়া শহীদ জওয়ানের কফিনটি বর্ধমান জেলার পানাগড় ইন্ডিয়ান এয়ার…

Avatar

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বাড়ি পৌঁছাল ভারতীয় সেনার শহীদ জওয়ান রাজেশ ওরাং-এর কফিন বন্দি দেহ। দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায় মোড়া শহীদ জওয়ানের কফিনটি বর্ধমান জেলার পানাগড় ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) ঘাঁটি থেকে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার বেলগরিয়া গ্রামে পৌঁছে দিলেন সেনা আধিকারিকরা। এদিন সকাল ১০ টা নাগাদ রাজ্য পুলিশের গার্ড অফ অনার ও গান স্যালুটের মাধ্যমে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

কফিন বন্দি শহীদ রাজেশের মরদেহ নিয়ে খুব ভোরে পানাগড় বিমানবন্দর থেকে তার পৈতৃক বাড়িতে পৌঁছে দিতে প্রায় দেড়শো কিলোমিটার পথ পাড়ি দেন কর্তব্যরত সেনা আধিকারিকরা। অসম সাহসী এই শহীদকে প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা নিয়ে বেলগরিয়ায় সমবেত হয়। তাদের প্রিয় এই গ্রামের ছেলেকে ফুল ও মালা দিয়ে স্বাগত জানান এলাকাবাসী।

সেনাবাহিনীর আধিকারিকরা যখন জাতীয় পতাকায় জড়ানো শহীদ রাজেশের দেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে পৌঁছান, কান্নায় ভেঙে পড়েন তাঁর মা মমতা দেবী। পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। রাজেশের বোন শকুন্তলা তার শোকার্ত মাকে সামলাতে ব্যস্ত ছিলেন। শহীদ রাজেশের মরদেহ গ্রামের নিকটস্থ মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সাথে মুখোমুখি সংঘর্ষে শহীদ ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মধ্যে ছিলেন বীরভূমের এই বীরসন্তান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author