Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনলাইন বুকিংয়ে টিকিটের দাম বাড়ালো রেল!

নিজস্ব সংবাদদাতা: বাড়িতে বসেই বুক করে ফেলছিলেন ট্রেনের টিকিট। অবসর সময়ে ঘুরতে যাওয়ার জন্যই হোক বা তড়িঘড়ি অফিসের কাজে বাইরে যাওয়ায় হোক, ঘরে বসেই নিশ্চিন্তে ট্রেনের টিকিট এতদিন কেটে কোন…

Avatar

নিজস্ব সংবাদদাতা: বাড়িতে বসেই বুক করে ফেলছিলেন ট্রেনের টিকিট। অবসর সময়ে ঘুরতে যাওয়ার জন্যই হোক বা তড়িঘড়ি অফিসের কাজে বাইরে যাওয়ায় হোক, ঘরে বসেই নিশ্চিন্তে ট্রেনের টিকিট এতদিন কেটে কোন রকম অতিরিক্ত মাশুল ছাড়াই। সেই সুখের দিন আর নেই। অনলাইনে টিকিটের জন্য এবার দিতে হবে অতিরিক্ত মাশুল। দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে মুক্তি পেতে গেলে গুনতে গাঁটের কড়ি।

আর্থিক ক্ষতির হাত থেকে রেলকে বাঁচাতে এমনই উদ্যোগ নিল ভারতীয় রেল। নোটবন্দির সময় থেকে অনলাইন টিকিট বুকিংয়ে অতিরিক্ত মাশুল নেওয়া বন্ধ ছিল। ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল রেল মন্ত্রক। কিন্তু বর্তমানে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে সেই সিদ্ধান্ত বদল করছে তারা। ফের লাগু হচ্ছে সার্ভিস চার্জ।

এসি ও নন এসি টিকিটের জন্য ঠিক কত দিতে হবে অতিরিক্ত মাশুল? রেল মন্ত্রক সূত্রের খবর, নন এসি টিকিটের জন্য ২০ টাকা এবং এসি টিকিটের জন্য ৪০ টাকা সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত গুনতে হবে রেল যাত্রীদের। এই বিষয়ে অর্থ মন্ত্রকের ছাড়পত্র পেয়েছে রেল। গত বছর অনলাইন বুকিংয়ে ২৬ শতাংশ আর্থিক ক্ষতি হয় রেলের।

About Author