কৌশিক পোল্ল্যে: জমজমাট ‘শ্রীময়ী’, টিআরপির শীর্ষে থাকা স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকটি লকডাউন শেষে আবারো গুটি গুটি পায়ে নতুন পর্ব নিয়ে এসে হাজির হয়েছে। বিগত দিনগুলিতে প্রিয় শ্রীময়ী ও জুন আন্টিকে ভীষণ মিস করছিলেন টেলিভিশনের দর্শকরা। লকডাউনের এই দীর্ঘ সময় বিরতির কারণে বহু ধারাবাহিকে গল্পের মোড় ঘুরিয়েয়ে দেওয়া হয়েছে, যদিও শ্রীময়ীর ক্ষেত্রে এরকম কোনো পরিবর্তন আসেনি। তবে যে নতুন চমক আপনাদের জন্য আসতে চলেছে তা শুনলে একটু অবাক হবেন বইকি, আনন্দে হয়তো ঠোঁটের কোনায় খানিক হাসিও ফুটে উঠতে পারে যদি আপনি শ্রীময়ী ভক্ত হন।
ধারাবাহিকে নতুন প্রোমোতে দেখা যাচ্ছে অফিসে ফাইল হাতে চেয়ারে বসে রয়েছেন শ্রীময়ী এবং অজান্তে সেখানেই চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে জুন গুহ। শ্রীময়ীকে বসের চেয়ারে দেখে রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে যায় জুন। যদিও তারই অফিসে জুন কাজ করতে আসায় খুব খুশি হলেন শ্রীময়ী। কিন্তু শত্রু পরায়ণতা বজায় রাখতে এই অফিসে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে এলেন জুন। রোহিত সেন শ্রীময়ীকে আশ্বাস দেন সবটুকু ঠিক হয়ে যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে কি এবার শ্রীময়ীর কাছে হেরে যাবে জুন? নিজের ভুল কি এবার সে বুঝতে পারবে? ধারাবাহিকে পরবর্তী সময়ে উত্তরোত্তর এই সকল প্রশ্নের পর্দা ফাঁস করা হবে। লকডাউনের আগের মুহূর্তে ধারাবাহিকে রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরীর আগমনে গল্পের প্লট আরো জমজমাট হয়ে ওঠে। এদিকে শ্রীময়ীর স্বামী অনিন্দ্য তার কৃতকর্মের ভুল বুঝতে পেরে শ্রীময়ীর কাছে ফিরে আসতে চায়। এমত অবস্থায় কোন দিকে মোড় নেবে গল্প, তা দেখতে গেলে চোখ রাখতে হবে ধারাবাহিকে। এখন দেখুন ধারাবাহিকের সেই জমজমাট প্রোমো ভিডিওটি শুধুমাত্র নীচের পোস্টে।