করোনা থেকে বাঁচতে সারা দেশে জারি হয়েছে লকডাউন। টানা ৩ মাস লকডাউনের পর পঞ্চম দফার লকডাউনে আনলক ১ থেকে ধীরে ধীরে পরিবহন ব্যবস্থা সহ অন্যান্য পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এছাড়া জুন মাসের পর থেকে কিছু বিশেষ ট্রেন ও চালু করা হয়েছে। দেশে এখনও লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়নি। আর এই লোকাল ট্রেন কবে চালু হবে তাই নিয়ে জল্পনা চলছে। তবে ট্রেন পরিষেবা শুরুর আগে জেনে নিন কি কি নিয়ম মেনে চলতে হবে? আর কি কাজ একদম করা যাবে না?
প্রথমেই কি কি কাজ আপনাকে করতে হবে, দেখে নিন-
১) বারবার করে স্যানিটাইজার ও সাবান-জল দিয়ে হাত ধুতে হবে।
২) হাঁচি বা কাশির সময় রুমাল দিয়ে নাক ও মুখ ঢাকবেন।
৩) যাত্রা করার সময় সহযাত্রীদের সাথে অন্তত ৬ ফুট দূরত্ব রাখতে হবে।
৪) মুখে মাস্ক পড়তে হবে, জানলা খুলে রাখতে হবে।
৫) থুতু ফেলার সময় শুধুমাত্র বেসিনে ফেলবেন এবং জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
৬) যদি সর্দি-কাশি বা জ্বর অনুভব হয় তাহলে ট্রেন কর্তৃপক্ষকে জানিয়ে দিন।
এবার দেখুন কি কি জিনিস একদম করবেন না-
১) চোখ, নাক, মুখে হাত দেবেন না।
২) বেশি স্পর্শ হচ্ছে এরকম জায়গা এড়িয়ে চলুন।
৩) ফোন, বিছানা, খাওয়ার জিনিস এগুলি সহযাত্রীর সাথে শেয়ার করবেন না।
৪) বাতিল হয়ে যাওয়া মাস্ক ব্যবহার করবেন না। ‘
৫) ধূমপান, তামাক, গুটখা এগুলি খাবেন না।
৬) ট্রেনের মধ্যে কোনো জায়গাতে থুতু ফেলবেন না।