দেশনিউজ

বারবার ভুমিকম্প ভারতে, বিকেলে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল

অসম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতে রবিবার বিকেলে ৪.১৬ ছিল কম্পনের মাত্রা, এমনটাই জানিয়েছে জাতীয় ভুমিকম্প কেন্দ্র।

Advertisement

ফের ভূমিকম্পে কাঁপল অসম সহ মেঘালয়, মণিপুর ও মিজোরাম। এদিন সেই অঞ্চলের বাসিন্দারা বেশ জোড়ালো কম্পন অনুভব করেন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের আইজল। অসম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতে রবিবার বিকেলে ৪.১৬ ছিল কম্পনের মাত্রা, এমনটাই জানিয়েছে জাতীয় ভুমিকম্প কেন্দ্র। তবে একটিই নিশ্চিন্তের বিষয়, ভূমিকম্পে কোনোরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইজল থেকে আরও ২৫ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে মাটি থেকে আরও ৩৫ কিলোমিটার নীচে ভূমিকম্পের সৃষ্টি হয়।

এছাড়া গত বৃহস্পতিবার ভোরবেলায় রোহতক সহ হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় জোড়ালো কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল, ২.১। জানা গিয়েছে, রোহতক থেকে আরও ১৫ কিমি দূরে পূর্ব-পশ্চিমে কম্পন সৃষ্টি হয়। রিপোর্ট বলছে, শুধুমাত্র ১৪ই জুন কমপক্ষে ৫০টি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সর্বনিম্ন তীব্রতা ছিল ২.৫ ও সর্বোচ্চ তীব্রতা ছিল ৫.৪।

এরপর ১৮ই জুন কেঁপে ওঠে দেশের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলি। মিজোরামের চম্পাইতে ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার নীচে কম্পনের সৃষ্টি হয়। উত্তর-পূর্বে শিলং সহ শহরগুলিতে ভূমিকম্প অনুভূত হয়। তবে বিশেষ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও জাপান, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপিন্সেও ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১৩ই জুন আরও ২০টি দেশে ভূমিকম্প হয়।

Related Articles

Back to top button