ইন্দো-চীন সংঘর্ষ নিয়ে অবশেষে মুখ খুললো এই দুই দেশ, কি বললেন বিদেশমন্ত্রীরা?
শুধু নেপাল নয়, সব কিছু মিটিয়ে নেবার বার্তা দিয়েছে বন্ধু দেশ আফগানিস্তান ও।
ইন্দো-চীন সংঘর্ষকে কেন্দ্র করে তোলপাড় এশিয়া মহাদেশ তথা বিশ্ব। এবার এই গালওয়ান উপত্যকার সংঘর্ষকে একদম মেপে তারপর মুখ খুলল নেপাল। এই দেশ ইন্দো-চীন উভয়দেশের কাছেই শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের দাবি জানিয়েছে। শুধু নেপাল নয়, সব কিছু মিটিয়ে নেবার বার্তা দিয়েছে বন্ধু দেশ আফগানিস্তান ও।
আফগানিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ হানিফ আতমার বলেছেন যে ভারত ও চীন এই দুই দেশের সাথে ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধুত্ত্বপূর্ণ পরিচিতির জন্য তিনি দুই দেশকেই শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। আর শনিবার নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গায়াওয়ালী বলছেন যে নেপাল সব সময় আঞ্চলিক ও বিশ্ব শান্তির পক্ষে দাঁড়িয়েছে। বর্তমানে ভারত ও চীনের বিবাদ শান্তিপূর্ণভাবে মেটানোর পক্ষে মত দিয়েছে নেপাল। এছাড়া নেপাল এই দুই দেশের ভালো প্রতিবেশী দেশ তাই দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকুক সেটা নেপালের বিদেশমন্ত্রী চাইছেন।
যদিও কয়েকদিন আগে চীনের সাথে উস্কানিতে নেপাল বেশ কিছু এলাকা যেমন- কালাপানি, লিম্পিয়াধুরা, লিপুলেখ এই জায়গাগুলিকে নেপালের বলে উল্লেখ করে নতুন মানচিত্রে যুক্ত করেছিল। কিন্তু তারপর ভারত হুঁশিয়ারি দিয়েছে। কারণ নেপালের ব্যবসা-বাণিজ্যের বেশিরভাগ দিল্লির উপর নিভরশীল। তাই দুই দেশের হয়েই এখন কথা বলছে নেপাল। এদিকে ১৫ জুনের ওই সংঘর্ষের পর মালদ্বীপ ছাড়া আর কোনো দেশই মন্তব্য করেনি। এখন ধীরে ধীরে বিভিন্ন দেশ তাদের বক্তব্য রাখছে।