ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আগামী তিন দিনের মধ্যে গতিপ্রকৃতি স্পষ্ট হবে, জানাল মৌসম ভবন
ওড়িশার উপকূলে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরেই হতে পারে ঘর্ণিঝড়।
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন। এবার বাংলা নয়, ঘূর্ণিঝড় হতে পারে ওড়িশাতে। এর আগে ফনি ঝড়ে বিশাল ক্ষতি হয়েছিল ওড়িশার। আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অবশ্য আগামী তিন দিনের মধ্যে গতিপ্রকৃতি স্পষ্ট ভাবে জানা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। ওড়িশার উপকূলে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরেই হতে পারে ঘর্ণিঝড়।
হাওয়া অফিস সোমবার দুপুরে জানিয়েছে, উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকাতে সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার উপরে দক্ষিণ দিকে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আগামী তিন দিনে তা ধীরে ধীরে উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হবে। তাই তিনদিন পর সঠিক অবস্থান বোঝা যাবে।
এদিকে গত ২০ মে বাংলাতে আমফানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কলকাতা সহ উপকূলীয় এলাকা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে। প্রচুর গাছপালা উপরে গেছে। এমনকি মৃত্যু হয়েছিল ৮৬ জনের। এরপর ৩ জুন মুম্বই উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় নিসর্গ। কিন্তু এই ঝড়ে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যদিও ওড়িশাতে ২০১৯ সালে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল ‘ফনি’, এই ঝড়ের ক্ষয়ক্ষতির চিহ্ন এখনও ওড়িশাতে রয়েছে।