করোনা ভাইরাস মহামারি আবহে লকডাউন জনিত কারণে আর্থিক সংকটের মধ্যে পড়েছে ভারতীয় রেল। সেই সংকট কাটাতে নিয়োগ বন্ধের পথে হাঁটতে চলেছে রেল, এমনই জানা গেছে ভারতীয় রেল সূত্রে। নতুন সব ধরনের পদকে ‘ফ্রিজ’ করার পাশাপাশি যে নিয়োগগুলি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলির প্রয়োজনীয়তা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। সেই অনুযায়ী আকশন প্ল্যান তৈরির কাজ শুরু করেছে রেলমন্ত্রক।
ভারতীয় রেল সূত্রে জানা গেছে, ব্যয় কমাতে একাধিক নির্দেশ জারি করেছে রেল। বার্ষিক পর্যবেক্ষণের ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে জেনারেল ম্যানেজার ও ডিআরএমদের। লকডাউন পরবর্তী সময়ে আধিকারিকদের অধিকাংশ মিটিং ই-অফিস ভিডিও কনফারেন্সে করার কথা বলা হয়েছে। ফাইল চালাচালি বন্ধ করে কাগজ ও কারটেজের পঞ্চাশ শতাংশ খরচ কমানো হবে। স্টাফদের গাড়ির খরচ, নতুন ফার্নিচার, গাড়ি, কম্পিউটার, প্রিন্টার ক্রয় কমিয়ে ব্যয় সংকোচনের পথে হাঁটছে রেল। সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা বাদে অন্যান্য বিভাগে ক্যাশ আওয়ার্ড বাতিল করা হয়েছে।
একইসঙ্গে রি-এনগেজ কর্মীদের সংখ্যাও কমিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। গত দু’বছর ধরে ফাঁকা থাকা শূন্য পদ গুলো ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে চলছে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিকিট রিজার্ভেশন কেন্দ্রের সংখ্যা কমিয়ে সেখানকার কর্মীদের অন্যত্র কাজে লাগানো ও রক কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে অন্যান্য বিভাগে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক।