মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনো স্কুল-কলেজ খুলবে না। তবে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা নির্ধারিত দিনেই হবে বলে তিনি জানিয়েছেন। জুলাইয়ের ২.৬,৮ তারিখে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা নেওয়া হবে।
করোনা সতর্কতার জন্য মার্চের মাঝামাঝি থেকে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় রাজ্যর শিক্ষা দফতর। এছাড়া প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাশ করিয়ে দেবার কথা ঘোষণা করা হয়। একাদশ শ্রেণীর সবাইকে পাশ করিয়ে দেবার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
এদিকে গত ১০ জুন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জুলাইয়ে স্কুল খোলার সম্ভাবনা কম। করোনার জন্য এখন অনেক স্কুল কলেজকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাই স্কুল কলেজগুলো আটকে রয়েছে বলে খোলা সম্ভব হচ্ছে না। তাই আজ সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আগামী ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দিয়েছেন।