দেশনিউজ

আপাতত স্থগিত CBSE বোর্ডের পরীক্ষা, সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত জানাল বোর্ড

বৃহস্পতিবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে।

Advertisement

বাকি পরীক্ষাগুলি বাতিল করল সিবিএসই। জুলাই মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে যে পরীক্ষাগুলি হবার কথা ছিল, সেই পরিক্ষাগুলিকে বাতিল করল সিবিএসই বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। একই পথে হাঁটল আইসিএসই। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে করোনা পরিস্থিতি ক্রমেই বেড়ে যাওয়াতে সিবিএসই পরীক্ষা এখন সম্ভব হবে না।

উল্লেখ্য, সিবিএসই বোর্ড জানিয়েছিল যে জুন মাসের পর লকডাউন উঠে গেলে জুলাইয়ের শুরু থেকে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন অভিভাবকদের একটা সংগঠন। আর সেই মামলার রায় আজকে বেরোল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। তিন বিচারপতির বেঞ্চ জানায়, একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে দেওয়া হয়েছে। তাঁরাই সিদ্ধান্ত নেবে। সেই মামলার শুনানি আজ হল। আর পরীক্ষা বাতিল করা হল।

এদিন বোর্ডকে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে যে পরীক্ষা না করে কোনো বিকল্প পথ আছে কিনা। তখন সিবিএসই বোর্ড জানায় দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আগামী দিনে নেওয়া হবে। নির্দিষ্ট সময় বলা হয়নি। উত্তর-পূর্ব দিল্লির দশম শ্রেণীর পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Related Articles

Back to top button