নিউজরাজ্য

খুলছে দার্জিলিং, জানুন পর্যটকদের কি কি গাইডলাইন মানতে হবে

বৃহস্পতিবার সকালে বৈঠকের পর স্থির করা হয়েছে ১ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে দার্জিলিং।

Advertisement

করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পর্যটন ব্যবস্থা। সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা পর্যটন শিল্পেই। পঞ্চম দফার লকডাউন আনলক ১ পর্বে অনেক কিছু ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে। কিন্তু পর্যটন ক্ষেত্রে ছাড় দিলেও মানুষের মধ্যে ভ্রমণ করতে যাবার ইচ্ছে কতটা থাকবে তা অজানা। কারণ প্রত্যেক মানুষের মধ্যেই করোনা আতঙ্ক চেপে বসেছে। তবে দীর্ঘদিন ক্ষতির মুখে পরেও  জুলাই মাসের ১ তারিখ থেকে খুলে যাচ্ছে শৈলরানী দার্জিলিং।

বৃহস্পতিবার সকালে বৈঠকের পর স্থির করা হয়েছে ১ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে দার্জিলিং। প্রতিটা হোটেলেই খুলে দেওয়া হবে। কিন্তু পর্যটকদের জন্য বিশেষ গাইড লাইন তৈরী করা হচ্ছে।

পর্যটকদের কি কি গাইডলাইন মানতে হবে? জেনে নিন-

১) প্রত্যেক পর্যটককে থার্মাল চেকিং করানো হবে।

২) প্রতিটি হোটেলকে প্রতিদিন স্যানিটেজ করতে হবে।

৩) কোথাও ভিড় বা জমায়েত করা চলবে না।

৪) দার্জিলিঙের সাইটসিনগুলি খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো বাধা থাকছে না।

৫) প্রত্যেক মোড়ে চেকপোস্ট রাখা হবে।

৬) সমস্যার সম্মুখীন হলে নির্দিষ্ট হেলপলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।

ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে। তবে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পর্যটকদের সুরক্ষার ব্যাপারে।

Related Articles

Back to top button