Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেসরকারি বাসের ভর্তুকি নির্দিষ্ট করল রাজ্য সরকার, কত হবে ভর্তুকি? কতদিন দেওয়া হবে ভর্তুকি?

১ জুলাই থেকে বেসরকারি বাস ও মিনি বাসের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন যে ডিজেলের দাম বাড়ছে, আবার সরকারের নিয়ম ও মানতে হচ্ছে, ফলে লোকসান হচ্ছে…

Avatar

১ জুলাই থেকে বেসরকারি বাস ও মিনি বাসের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন যে ডিজেলের দাম বাড়ছে, আবার সরকারের নিয়ম ও মানতে হচ্ছে, ফলে লোকসান হচ্ছে বাস মালিকদের। তাই এবার থেকে বাস পিছু ১৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। আগামী তিনমাস এই ভর্তুকি চলবে। এতে রাজ্যের খরচ হবে ২৭ কোটি টাকা। এতদিন রাস্তায় ৬ হাজার বাসের মধ্যে মাত্র আড়াই হাজার বাস নেমেছিল। এবার ১ জুলাই থেকে সব বাস রাস্তায় নামবে।

বাসের চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলবে ভেলোর ও এইমস হাসপাতালে। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে খুশি হননি বাস মালিক সংগঠনগুলি। বাস মালিকদের দাবি, তাঁদের প্রতিদিন বাস নামাতে জ্বালানি বাবদ খরচ হয় ৩৫০০ টাকা, বাসচালকের মাইনে দিতে হয় ৮০০টাকা, কন্ডাক্টরের মাইনে ৫০০ টাকা এবং  অন্যান্য খরচ বাবদ ১০০০ টাকা। মোট দৈনিক খরচ হয় প্রায় ৬ হাজার টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে প্রতিদিন বাস বের করলে গড়ে আয় ৫ হাজার টাকা। আর ফলে প্রতিদিন ক্ষতি হচ্ছে ১ হাজার টাকা। সেখানে রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে ১৫ হাজার টাকা। এর পর অনেকগুলি প্রশ্ন সামনে আসছে যদি কোনও বাস মালিক টাকা পাওয়ার পর বাস না চালান, তখন কী ব্যবস্থা নেওয়া হবে? বাসের পরিকাঠামো কি রকম করা হবে? বাস কিরকম ভাবে চলবে,সেই  নজরদারি কারা চালাবে? কটা ট্রিপ করতে হবে? এরকম নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। এবার দেখা যাক ১ জুলাই থেকে বাসের সংখ্যা বাড়ে কিনা?

About Author