Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আনলক ২.০ : রাজ্যে কী কী ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জানুন

আগামীকাল ১ জুলাই অর্থাৎ বুধবার থেকে সারা দেশজুড়ে চালু হচ্ছে আনলক ২.০। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয়…

Avatar

আগামীকাল ১ জুলাই অর্থাৎ বুধবার থেকে সারা দেশজুড়ে চালু হচ্ছে আনলক ২.০। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে বিয়েবাড়ি বা শ্রাদ্ধবাড়িতে ৫০ জন উপস্থিত হতে পারবেন। আগে যেখানে ২৫ জন উপস্থিত হত, এখন থেকে তা বাড়িয়ে ৫০ জন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন,” যাঁরা বিয়ে বাড়ি আসতে পারবেন না তাঁদের খাবার হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবেন।” এছাড়া মর্নিং ওয়ার্কের ক্ষেত্রেও ছাড় ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত মর্নিং ওয়ার্ক করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রী বলেন যে মর্নিং ওয়ার্ক করলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে শরীর ও ভালো থাকবে। এদিকে করোনা সতর্কতায় এক জায়গাতে অনেক লোকের জমায়েত করতে নিষেধ করা হয়েছে। রাজনৈতিক ও  ধর্মীয় জমায়েত করা যাবে না। এছাড়া কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন আরও কড়াকড়ি করার কথা ঘোষণা করা হয়েছে। পুলিশকে এ ব্যাপারে বিশেষ কড়া হতে নির্দেশ দেওয়া হয়েছে।

About Author