Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, আরও ১২ মাস বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী

দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করলেন আগামী বছরের জুন মাস পর্যন্ত…

Avatar

দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করলেন আগামী বছরের জুন মাস পর্যন্ত গোটা রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন পরিষেবা প্রদান করবেন। যার অর্থ হল পশ্চিমবঙ্গবাসী আরও একবছর বিনামূল্যে রেশন পাবেন।

এই বিষয়ে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্র থেকে নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আমি আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন ব্যবস্থা৷ আমরা এখন ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি৷ কিন্তু কেন্দ্র অর্ধেককে রেশন দেয় আবার অর্ধেককে দেয় না৷ আমি চাই যে দেশের সব মানুষকে ফ্রি রেশন দিক কেন্দ্র৷”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে বর্তমান করোনা আবহে সংক্রমণ আটকানোর জন্য রাজ্যবাসীকে সমস্ত নিয়ম মেনে চলতে বলেন তিনি। এই প্রসঙ্গে বলেন, “সব জায়গায় লকডাউন মেনে চলা হচ্ছে কি না সেই বিষয়ে পুলিশকে নজরদারি বাড়াতে হবে৷ এছাড়া সামাজিক দূরত্ব মেনে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রাতঃভ্রমণ করা যাবে ৷ ৫০ জন মানুষ কোনো বিয়ে বাড়ি, শ্রাদ্ধানুষ্ঠানে মাস্ক ও গ্লাভস পরে জমায়েত করতে পারে।”

তবে শুধু করোনা পরিস্থিতিই নয় কিছুদিন আগেই প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এ বিপর্যস্ত সুন্দরবন এলাকা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরির সাথে সাথে নীতি আয়োগে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

About Author