Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাশ্মীর ইস্যু নিয়ে আমেরিকা, চিন, সৌদি আরবের পর রাশিয়া যা বললো, শুনলে অবাক হবেন!

গত সোমবার সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়েছে কেন্দ্র। জম্মু কাশ্মীরকে ভেঙ্গে ২ টি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরী করা হয়েছে- লাদাখ ও…

Avatar

গত সোমবার সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়েছে কেন্দ্র। জম্মু কাশ্মীরকে ভেঙ্গে ২ টি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরী করা হয়েছে- লাদাখ ও জম্মু কাশ্মীর। তারপর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে নিজেদের মত জানাচ্ছে আন্তর্জাতিক দেশগুলো। এই সিদ্ধান্তকে সমর্থন করেছে রাশিয়া। আমেরিকা, ইংল্যান্ড, চিন, সৌদি আরব এবং শ্রীলঙ্কার পর এবার রাশিয়াও জানিয়ে দিয়েছে যে এটি একটি অভ্যন্তরীণ বিষয় এবং এখানে আপত্তি জানানোর মতো কিছু নেই। রাশিয়া জানিয়েছে এই সিদ্ধান্তটি ভারতের সংবিধানের কাঠামোর মধ্যে। রুশ বিদেশমন্ত্রী জানান, “মস্কো চায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাক। মস্কো আশা করে কাশ্মীর নিয়ে যে নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে, তারফলে কোনও পক্ষই যেন আক্রমণাত্মক সিদ্ধান্ত না নেয়।”

About Author