দেশনিউজ

চীনকে ডিজিটালি টেক্কা দিতে প্রস্তুত দেশ, আত্মনির্ভর অ্যাপ তৈরির ডাক প্রধানমন্ত্রীর

চীনা আগ্রাসনের জন্য ৫৯ টি অ্যাপ বাতিল করা হলেও, এই অ্যাপ গুলির বিকল্প কি হবে, কিভাবে এই অ্যাপ গুলির প্রয়োজনীয়তা মেটানো যাবে তার সমাধান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

গত সপ্তাহেই টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট সহ ৫৯ টি জনপ্রিয় চীনা অ্যাপ ব্যান করেছে কেন্দ্রীয় সরকার। সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেই ডিজিটাল ক্ষেত্রে ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এর বিকল্প খুঁজতে আত্মনির্ভর ভারত অ্যাপ উদ্ভাবনী চ্যালেঞ্জের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চীনা আগ্রাসনের জন্য ৫৯ টি অ্যাপ বাতিল করা হলেও, এই অ্যাপ গুলির বিকল্প কি হবে, কিভাবে এই অ্যাপ গুলির প্রয়োজনীয়তা মেটানো যাবে তার সমাধান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভরতার কথা প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, এবার তথ্যপ্রযুক্তিকেও সেই পথেই নিয়ে এলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন টুইটারে বলেন, “আত্মনির্ভর ভারতের লক্ষ্যে নেমে পড়েছে গোটা দেশ। এটা তাদের পরিশ্রম ও নেতৃত্বকে দিক নির্দেশ করার সুযোগ। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আমাফের দেশের স্টার্টআপ এবং টেক কমিউনিটিকে উৎসাহিত করতে অটল ইনোভেশন মিশনের অধীনে নিয়ে আসছে আত্মনির্ভর ভারত চ্যালেঞ্জ। এতে ভারতে নতুন বিকল্প অ্যাপ তৈরি হবে।”

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বাজারে থাকা অ্যাপগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে ট্র্যাক-১ এ রাখা হবে  ই-লার্নিং, ওয়ার্ক ফ্রম হোম, বিজনেস, গেমিং, অফিসের নানা ব্যবহারিক উপযোগিতা, সোশ্যাল নেটওয়ার্কিং ভিত্তিক অ্যাপগুলিকে। আর ট্র্যাক-২ এ রাখা হবে সেরা উদ্ভাবনীকে। এই বাছাই করা অ্যাপগুলিকে ইনকিউবেশন, বাজারিকরণের মতো সমস্ত কাজই করবে সরকার। যাদের বিভিন্ন অ্যাপের উদ্ভাবনী ভাবনা রয়েছে তাদের এই চ্যালেঞ্জে অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button