বাজারে এসে গেছে সবচেয়ে কম দামের মটরবাইক, পাবেন অনেক সুবিধা

দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমনের মাত্রা। এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলা করার প্রধান অস্ত্র হল সামাজিক দূরত্ব বজায় রাখা। যদিও বিগত কয়েক মাস ধরে জারি করা হয়েছিল লকডাউন, তবে ধীরে…

Avatar

দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমনের মাত্রা। এই পরিস্থিতিতে সংক্রমণ মোকাবিলা করার প্রধান অস্ত্র হল সামাজিক দূরত্ব বজায় রাখা। যদিও বিগত কয়েক মাস ধরে জারি করা হয়েছিল লকডাউন, তবে ধীরে ধীরে কাজে যোগ দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এই মুহূর্তে বাসে, ট্রামে চড়ার থেকে নিজস্ব যানবাহন ব্যবহার করা অনেক বেশি সুরক্ষিত।

নিজস্ব যানবাহনের কথা বলতে গেলে সবার প্রথমেই আসে মোটর বাইক। তবে করোনা পরিস্থিতির মাঝে কোন বাইকগুলি পকেট সুলভ মূল্যে অনেক বেশি সুবিধা দেবে আসুন তা জেনে নিই-

হিরো এইচএফ ডিলাক্স:

এই বাইকটিতে রয়েছে ৯৭.‌২সিসি সিঙ্গল সিলিন্ডার। অন্যদিকে টেলিস্কোপিক ডাইড্রলিক্স শক অ্যাবসর্ভার এটিকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। এই Hf Deluxe Bs6–এর শোরুম ফেরত দাম ৪৬,৮০০ টাকা।

টিভিএস স্পোর্ট:

এই ১০৯.‌৭সিসি ইঞ্জিন যুক্ত বাইকটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ডাইড্রলিক্স সাসপেনশন, এছাড়া পিছনের দিকে রয়েছে ফাইভ স্টেজ সাসপেনশন। বাইকটির শোরুম ফেরত দাম ৫২,৫০০ টাকা।

বাজাজ সিটি ১০০:

বাজাজ সংস্থার জনপ্রিয় এই বাইকে রয়েছে ৯৯.২‌৭সিসি ইঞ্জিন। এটির শোরুম ফেরত দাম ৪০,৭৯৪ টাকা।