Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হঠাৎ বন্যা ভারত-চিন সীমান্তে, পিছু হাঁটছে চিনা সৈন্যবাহিনী

বেশ কিছুদিন ধরেই জারি রয়েছে ভারত-চীন সীমান্তবর্তী উত্তেজনা। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আগ্রাসন চালিয়ে চলেছে চীন। যদিও এই আক্রমণের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতির মাঝেই ভারতের…

Avatar

বেশ কিছুদিন ধরেই জারি রয়েছে ভারত-চীন সীমান্তবর্তী উত্তেজনা। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আগ্রাসন চালিয়ে চলেছে চীন। যদিও এই আক্রমণের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতির মাঝেই ভারতের জন্য এসেছে সুখবর। হঠাৎ করে গালওয়ান নদীতে বন্যা আসার কারণে পিছু হঠতে বাধ্য হয়েছে চীনা সেনাবাহিনী।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নদীতে হঠাৎ বন্যা আসার কারণে বিপাকে পড়েছে চীনা সেনাবাহিনী। যেহেতু তারা গালওয়ান নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে এবং জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে তাই অবশেষে বাধ্য হয়েছে পিছু হঠতে। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলতে শুরু করেছে তাই বেড়ে গিয়েছে নদীর জলস্তর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আধিকারিক আরও জানিয়েছেন স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে চীনা সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে জানা গিয়েছে। চীনের সেনাবাহিনী কড়া নজর রেখেছে পরিস্থিতির ওপর। অন্যদিকে গালওয়ান নদী এই সময় এতোটাই মারাত্মক হয়ে ওঠে যার ফলে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। বিগত মাস থেকে চলা উত্তেজনায় ভারতীয় সেনার অনেকেই এই নদীর হিমশীতল জলে পড়ে মারা গিয়েছে।

উল্লেখযোগ্য, প্রায় ৯ সপ্তাহ ধরে ভারত-চীন উত্তেজনা জারি রয়েছে। এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের করতে পারেনি প্রতিবেশী এই দুই দেশ। যদিও ভারতের তরফ থেকে বারবার সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে তবুও চীন তার আগ্রাসনী স্বভাবে অনড়।

About Author