ক্রিকেটখেলা

বাদ ধোনি, এই তিন ক্রিকেটারকে ২০০৩ বিশ্বকাপের দলে নিতে চান সৌরভ

Advertisement

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল একজন অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কয়েকটি কঠিন কঠিন ট্রফি তিনি জয়লাভ করতে পারলেও অল্পের জন্য হাতছাড়া হয় ক্রিকেটের সর্বোচ্চ ট্রফি বিশ্বকাপের ট্রফিটি। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও ট্রফি ছোঁয়া হয়ে উঠেনি গাঙ্গুলীর। অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় ভারতীয় দল।

এই আক্ষেপ সারাজীবন ধরেই রয়ে যাবে তাঁর। একই রকমভাবে ২০১৯ বিশ্বকাপে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল সেমিফাইনালে হেরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেন। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় কে একটি প্রশ্ন করা হয়েছিল যে তিনি ২০১৯ বিশ্বকাপ দল থেকে কোন তিনজন ভারতীয় খেলোয়াড় কে তার নিজের নেতৃত্বাধীন ২০০৩ বিশ্বকাপে খেলতে চাইবেন?

এইরকম একই প্রশ্ন মায়াঙ্ক আগারওয়াল‌ও সৌরভ গঙ্গোপাধ্যায় কে করেছিলেন। প্রশ্নের উত্তরেই গাঙ্গুলী রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ এর নাম নেন। এই তিনজনকে নেওয়ার কারণ হিসেবে গাঙ্গুলী জানিয়েছেন। “সেবার দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং আমাদের বোলিং লাইন আপ আশানুরূপভাবে ভালো ছিল, তবু আমি জসপ্রিত বুমরাহটে দলে নেব। এছাড়াও শক্তিশালী ব্যাটিং এর জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমার দলে থাকবেন ওপেনিং করবে এবং আমি তিন নম্বরে ব্যাটিং এ নামবো।

” তার দলে মহেন্দ্র সিংহ ধোনির জায়গা হবে না? এই প্রশ্নের উত্তরে গাঙ্গুলী জানিয়েছেন, “তিনজনকে নিতে বললে তার মধ্যে ধোনি আসবেনা, চারজন নিতে বললে অবশ্যই ধোনি আসবে তার মধ্যে। তাছাড়াও সেবার রাহুল দ্রাবিড় দুর্দান্ত খেলেছিলেন তাই আমি তাকে দিয়েই উইকেট কিপিং করাতে চাই।”

Related Articles

Back to top button