চীনা সেনার মোকাবিলার জন্য লাদাখ সীমান্তে রণসজ্জায় ভারতীয় বায়ুসেনা। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার নিয়ে তৈরি থাকা হচ্ছে লাদাখ সীমান্তে। লাদাখের গালওয়ান উপত্যকার আকাশে এই মুহূর্তে চক্কর কাটছে, Sukhoi Su-30MKI, MiG-29s এর মতো একাধিক যুদ্ধবিমান। এই সমস্ত যুদ্ধবিমান ছাড়াও তৈরি রাখা হয়েছে Ilyushin Il-76 ও Antonov An-32 যুদ্ধবিমান এবং C-17 ও C-130J যুদ্ধবিমানও।
ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, সেনাবাহিনীকে যে কোনো ধরণের সাহায্যের জন্য তারা সর্বদাই প্রস্তুত। সব ক্ষেত্রে সাহায্য করার জন্য তারা প্রস্তুত। বায়ুসেনার এক উইং কমান্ডার বলছেন, “আমরা সব ধরণের সাহায্য করার জন্য প্রস্তুত এবং সেইমতো অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান নিয়ে আমরা তৈরি আছি।” আরও জানা যাচ্ছে, পূর্ব লাদাখে প্রস্তুত রাখা হয়েছে অ্যাপাচে হেলিকপ্টার। এছাড়াও নিয়ন্ত্রণরেখার কাছে চিনুক হেলিকপ্টার শত্রুর উপর নজর রাখছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবায়ুসেনার এই চিনুক হেলিকপ্টার গুলি একসাথে অনেক সামগ্রী পরিবহন করতে পারে। বেসে এই হেলিকপ্টার গুলি মজুত রাখা আছে সেনাদের অবস্থান পরিবর্তন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চিনুকের পাশাপাশি আছে বেসে রাখা আছে Mi-17V5 হেলিকপ্টার। সেনাবাহিনীর উপর হামলা হলেই বায়ুসেনাও যে প্রস্তুত, সেকথা বলাই বাহুল্য।