Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুরু হচ্ছে ভারতের তৈরী করোনা টিকার হিউম্যান ট্রায়াল

ভারতের তৈরী করোনা প্রতিষেধক Covaxin -র প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin -র প্রয়োগ করা হবে বলে জানা গেছে। যদিও এই ভ্যাকসিন কবে…

Avatar

ভারতের তৈরী করোনা প্রতিষেধক Covaxin -র প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin -র প্রয়োগ করা হবে বলে জানা গেছে। যদিও এই ভ্যাকসিন কবে বের হবে তাই নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আগামী ১৩ জুলাই থেকে প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু করা হবে। দুটি পর্যায়ে মোট ১১০০ জন স্বেচ্ছাসেবকের উপর এই Covaxin পরীক্ষা করা হবে।

এই ট্রায়ালের জন্য হায়দ্রাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, দিল্লি ও পাটনার AIIMS, এছাড়া আরও ১২ টি প্রতিষ্ঠানকে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ নির্বাচিত করেছে। হায়দ্রাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটিকের তৈরী এই Covaxin, করোনার এই প্রতিষেধক নিয়ে এই সংস্থা খুব আশাবাদী। এর আগেই বিভিন্ন রোগের প্রতিষেধক আবিষ্কার করেছে ভারত বায়োটেক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ICMR জানিয়েছে যে এই প্রতিষেধক তৈরির ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। সমস্ত রকম নিয়মকানুন মেনেই এই প্রতিষেধক তৈরী হয়েছে। প্রথম দুটি পর্যায়ের প্রতিষেধকের নিরাপদ বিষয় দেখে নিয়ে তবেই তৃতীয় পর্যায়ের দিকে এগোন বিজ্ঞানীরা। ICMR স্পষ্ট করে এটাও বলেছে যে সমস্ত দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করে তবেই এই ভ্যাকসিনকে বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হবে।

এই প্রতিষেধকগুলির প্রত্যেক পর্যায়ের ক্ষেত্রে ২-৩ মাস সময় লাগে। কখন ও আবার তার থেকে বেশি সময় লাগে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (DCGI) থেকে হিউম্যান ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে এই ভ্যাকসিন। ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’  এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউট-এর গবেষকরা যৌথ ভাবে তৈরি করেছেন ভারতের প্রথম করোনা টিকা COVAXIN।

About Author