উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের ‘ডানহাত’ অমর দুবে আজ সকালে পুলিশের গুলিতে নিহত হয়েছে। গত সপ্তাহে এই বিকাশ দুবেকে ধরতে গিয়ে ৮ জন পুলিশকর্মী প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে পলাতক বিকাশ। কিন্তু বুধবার সকালে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্সর সাথে সংঘর্ষে জড়িয়ে নিহত হল অমর। এদিকে বিকাশের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে। স্পেশাল টাস্কফোর্সের ৪০ টি দল বিকাশের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
সূত্র মারফত খবর পেয়ে পুলিশ জানতে পারে যে দিল্লি-মথুরা হাইওয়েতে ফরিদাবাদের একটি হোটেলে রয়েছে বিকাশ। কিন্তু পুলিশ সেখানে যাবার আগেই সে পালিয়ে যায়। সেই হোটেল থেকে বিকাশের এক সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে। সেই জানিয়েছে যে বিকাশ ওই হোটেলেই লুকিয়ে ছিল। উত্তরপ্রদেশের পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার বলেছেন যে কানপুরে পুলিশ মৃত্যুর ঘটনাতে অন্যতম অভিযুক্ত বিকাশের ডানহাত অমর বুধবার সকালে পুলিশের গুলিতে মারা গিয়েছে।
গত সপ্তাহে পুলিশের একটি দল কানপুরে বিকাশের খোঁজে যায়। সেখানে বিক্রু গ্রামে ঢোকার মুখে জেসিবি মেশিন রেখে পুলিশকে আটকেছিল বিকাশের লোকজন। আর সেই সময় গাড়ি থেকে নেমে পুলিশ গ্রামে ঢুকতে চাইলে তাদের উপর এলোপাথাড়ি গুলি চালানো হয়। আর সেখানে ৮ জন পুলিশ কর্মী নিহত হন। এদিকে বিকাশকে পালতে সাহায্য করেছিল স্থানীয় পুলিশেরা। স্থানীয় কিছু পুলিশ বিকাশকে আগেই এই তল্লাশির খবর জানিয়ে দেয়। পুলিশ তদন্ত করে সবটা জানতে পারে। মঙ্গলবার চৌবেপুর থানার সমস্ত পুলিশকর্মী সহ মোট ৬৮ জনকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের ৪০ টি দল এখন বিকাশের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে।