আইএমডি জানিয়েছে আগামী দুইদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এমনকি রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ক্রমাগত এই বৃষ্টিপাতের জেরে আবহাওয়া দফতর হিমাচল প্রদেশের কিছু এলাকাতে ভূমিধসের সতর্কতা জারি করেছে। সিমলা, সোলান ও আশেপাশের এলাকাতে ভূমিধসের সম্ভাবনা আছে। বুধবার থেকেই উত্তর ভারতের বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদিল্লি ও মুম্বইয়ের পাশাপাশি হিমাচল প্রদেশে ও বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গাতে বিচ্ছিন্ন ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। রাজস্থানেও বিভিন্ন এলাকাতে বৃষ্টি হয়েছে। এছাড়া বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে।
মুম্বইতে বৃষ্টি চলছিল বেশ কয়েকদিন ধরে। তবে একসপ্তাহ পর মুম্বইবাসী রোদের দেখ্যা পেয়েছে। দিল্লিতেও বৃষ্টি ও মেঘ জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।