করোনা মহামারীর জেরে এইবছর সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। বদল করা হয়েছে পরীক্ষার সময়সূচি। এমনকি বাতিল হয়েছে কিছু পরীক্ষা। তবে এই মাসের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই অনুযায়ী শুক্রবারই দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করতে চলেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস। কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। শুক্রবার দুপুর ৩টে নাগাদ ফলপ্রকাশ।
শুক্রবার দুপুর ৩টের পর ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। স্কুলের ক্ষেত্রে কাউন্সিলের CAREERS পোর্টালে লগ ইন করে সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপ্যাল আইডি (ID) এবং পাসওয়ার্ড দিলে পরীক্ষার্থীদের ফলাফল দেখা যাবে। পডুয়ারা ফলাফল দেখতে চাইলে লগ ইন করতে হবে www.cisce.org অথবা www.results.cisce.org তে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলগ ইনের পর ISC না ICSE’এর ফলাফল দেখতে চায়, সেটা নির্দিষ্ট করে জানাতে হবে। এরপর পরীক্ষার্থীর ইউনিক আইডি, ইনডেক্স নম্বর দিলেই ফলাফল বেরিয়ে আসবে। এছাড়া ০৯২৪৮০৮২৮৮৩ – এই নম্বরে এসএমএস করলেও পরীক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারবেন।